 
																
								
                                    
									
                                 
														
							 
                    ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উচ্চস্বরে বক্সবাজানো নিষেধ করায় শতাধিক ফলজ গাছ কর্তন করে কয়েক লাখ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে,অভিযোগে জানাযায়, কুলিয়ারচরের কান্দিগ্রামে মসজিদ, মাদ্রাসা সংলগ্ন রজব আলীর বাড়িতে কোন অনুষ্ঠান ছাড়াই কয়েকজন কিশোর ও যুবকরা শনিবার রাতে উচ্চ স্বরে বক্সের মাধ্যমে গান বাজাচ্ছে । গান বাজানোর কারনে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়া লেখা ব্যাহত এবং আশ-পাশের বাড়ীতে রোগী ও শিশু বাচ্চদের ঘুমাতে কষ্ট হচ্ছে,খবর পেয়ে কুলিয়ারচরের ঈমাম-উলামা পরিষদের মাওলানা আবদুর রহমানসহ এলাকাবাসিরা গিয়ে গান বাজনা বন্ধ করতে নিষেধ করে । এ সময় কিশোর ও যুবকরা তাদের সাথে খারাপ আচরণ করে । এক পর্যায়ে চাপের মুখে গান বাজনা বন্ধ করে তারা,কিন্ত গান বাজনা বন্ধ করলেও ক্ষিপ্ত হয়ে রাতের বেলা সাইফুল ইসলামের কলা বাগানের শবরি কলা, পেপে, মেহগণি গাছ সহ শতাধিক গাছ কেঠে ফেলে এ বিষয়ে সাইফুল ইসলাম কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে,এ বিষয়ে অভিযুক্ত আবু হানিফা ও তার ভাবী বক্স বাজানোর কথা স্বীকার করে বলেন, ছোট বাচ্চারা ভক্স বাজানোর সময় বাধা দিলে তারা বক্স বাজানো বন্ধ করে দেয়া । কিন্ত কলা বাগানের গাছ কাটার যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ।
বিষয়ে কুলিয়ারচর থানার জৈষ্ঠ্য উপ-পরিদর্শক শুভ আহমেদ ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান, গাছ কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন তদন্ত করে ব্যবস্থা নিবেন ।